ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণের দৃশ্যটি কি মনে পড়ে? মনে পড়াটাই স্বাভাবিক। সেদিন আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হয়ে অসন্তোষ প্রকাশ করেন তাওহিদ হৃদয়। এই ঘটনায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ ক
রবিন রাউন্ড লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর পর সংবাদমাধ্যমের সামনে তাদেরকে একরকম শূলে চড়ান তাওহিদ হৃদয়। এই দুই ঘটনায় তার নামের পাশে যুক্ত হয়েছিল মোট ৭ ডিমেরিট পয়েন্ট।